আপনি এস.এস.সি বা এইচ.এস.সি পাশ করেও কুইকবুকস শিখতে পারবেন। তবে বি.বি.এ বা এম.বি.এ করলে কুইকবুকস শিখতে অনেক সহজ হয়।এ্যাকাউন্টিং ও ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা থাকলে আপনি কুইকবুকস শিখতে পারবেন। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাদের জন্যও কুইকবুকস শেখাটা সহজ হবে।
শেখার সময়টা নির্ভর করবে আপনার প্রেকটিস আর সঠিক গাইডলাইনের উপর। আপনি কঠোর পরিশ্রম করলে ২-৩ মাসেই শিখতে পারবেন।
No comments:
Post a Comment